এক্সেল এর কাজ ও শেখার নিয়ম | MS Excel Tutorial in Bengali


আস্সালামু আলাইকুম, কেমন আছেন দর্শক, আমি আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি এক্সেল  বাংলা টিউটোরিয়াল, এটি আপনি ঘরে বসেই শিখতে পারবেন কারো সাহায্য ছাড়াই। 

এক্সেল এর কাজ ও শেখার নিয়ম দিয়েই শুরু করছি মাইক্রোসফট এক্সেল এর সম্পূর্ণ বাংলা ভাষায় টিউটোরিয়াল। পর্যায়ক্রমে পুরো এক্সেল এর বিভিন্ন কার্যকরী বিষয়ে বিস্তারিত আলোচনা করবো, ইনশাআল্লাহ। কিছু সময় নিয়ে পোষ্টি পড়ুন।

www.eduandjobs.com


মাইক্রোসফট এক্সেল কি?

এম এস এক্সেল হচ্ছে যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক তৈরি এবং বাজারজাত করা একটি বহুল প্রচলিত স্প্রেডশীট এ্যানালাইসিস প্যাকেজ এপ্লিকেশন। বর্তমানে এমএস এক্সেল অনেক ধরনে ভার্সণ বাজারে চালু রয়েছে। এটি মুলত মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন প্যাকেজের অন্তর্গত একটি এপ্লিকেশন।

মাইক্রোসফট এক্সেল এর কাজ

* এমএস এক্সেল কে আমরা বিভিন্ন রকম গাণিতিক হিসাব, তথ্য বিশ্লেষণ-এ ব্যবহার করে থাকি। এক্সেলে গাণিতিক হিসাব চখের পলকেই হয়ে যায়।

* কোনো কম্পিউটার প্রোগ্রাম থেকে বিভিন্ন তথ্যে সমন্বয়ে তথ্য প্রেজেন্টেশনের কাজে ব্যবহার করতে পারি।


* এক্সেল এর  ওয়ার্কশিটটি কলাম ও সারিভিত্তিক সে্ল বিভক্ত করে সকল গাণিতিক হিসাবের তথ্য বিশ্লেষণ করা যায় বিধায় একে স্প্রেডশীট এনালাইজার প্রোগ্রাম বলা হয়।

* মাইক্রোসফট এক্সেল এর ব্যবহার আজকাল চাকুরি, ব্যবসা, কিংবা পড়ালেখার ক্ষেত্রেও এর ব্যাপক প্রয়োজন হয়ে পড়ছে।

গুগল নিউজে আমাদের ওয়েবসাইট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ, চাকরির খবর এবং অনলাইন আয় সম্পর্কে জানতে নিচে দেওয়া ছবিতে ক্লিক করে Follow করে রাখুন।

এই কোর্সটি কাদের জন্য শেখা প্রয়োজন

এমএস এক্সেল এটি খুব সহজ এপ্লিকেশন। এটি শেখার জন্য কম্পিউটারে দক্ষ হবার প্রয়োজন নেই। এটি বারবার ব্যবহারের মাধ্যমে একজন ব্যবহারকারী নিজের অটোমেটিকলী এক্সেল প্রোগ্রাম পরিচালনা করতে পারবে। সুতরাং এই কোর্সটি লিখতে কিংবা পড়তে জানে এমন সকলেই করতে পারবেন।

মাইক্রোসফট এক্সেল শেখার নিয়ম

মাইক্রোসফট এক্সেল শেখার জন্য মাইক্রোসফট ওয়ার্ড জানা থাকলে ভালো হয়। জানা না থাকলেও সমস্যা নেই এটি কোন জটিল কাজ নয় সহজেই শিখতে পারবেন সবাই।
কোন কিছু শেখার জন্য সকলের দরকার আগ্রহ । প্রতিদিন কিছু কিছু শেখা । 

Microsoft Office  Excel এ প্রবেশ করার নিয়ম

* প্রথমে কম্পিউটার চালু করুন।
* উইন্ডোজ ৭. ৮, ১০ এর Start মেনুতে ক্লিক করে All Program এ ক্লিক করুন।

*  Microsoft office খোঁজে বের করে ক্লিক করার পর...
* Microsoft office Excel খুঁজে বের করুন এবং ক্লিক করুন।


বিঃদ্রঃ ডেস্কটপে রাখা এক্সেল প্রোগ্রাম আইকন-এ ডাবল ক্লিক করলে ওপেন হবে আর যদি টাস্কবারে এক্সেল প্রোগ্রাম আইকন রাখা থাকে তাহলে ১ক্লিক করে ওপেন করা যাবে।

মাইক্রোসফট এক্সেল এর কাজ হলো ০৪ (চার) টি ফর্ম্যাটের যেমনঃ

১। মোট হিসাব তৈরী করা/ Total Calculation 
২। বিদ্যুৎ বিল তৈরী করা/ Electricity bill
৩। পরীক্ষার রেজাল্ট শীট তৈরী করা/ Result Sheet 
৪। বেতন শীট তৈরী করা/ Salary Sheet 

১। মোট হিসাব তৈরী করা/ Total Calculation গাণিতিক হিসাব এর নিয়ম সূত্রসহঃ
 -২-

-৩-

-৪-
-৫-

২। বিদ্যুৎ বিল তৈরী করা/ Electricity bill গাণিতিক হিসাব এর নিয়ম সূত্রসহঃ
 -২-
 -৩-
 -৪-

৩।  পরীক্ষার রেজাল্ট শীট তৈরী করা/ Result Sheet গাণিতিক হিসাব এর নিয়ম সূত্রসহঃ

 -২-
 -৩-
 -৪-

৪।  বেতন শীট তৈরী করা/ Salary Sheet  গাণিতিক হিসাব এর নিয়ম সূত্রসহঃ

 -২-
 -৩-
 -৪-
 -৫-

 -৬-
 -৭-
 -৮-

সবার আগে আমার www.eduandjobs.com এই  ওয়েবসাইটে পাবেন আপডেট সরকারী বেসরকারী চাকুরীর খবর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ যেমন: পরীক্ষার রেজাল্ট, পরীক্ষার রুটিন, পরীক্ষার ফরম পুরণ, ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি এছাড়াও পাবেন হাসির গল্প/কবিতা, কম্পিউটার শেখার বই, মাইক্রোসফট অফিস ওয়াড, মাইক্রোসফট অফিস এক্সেল, মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অফিস এসেস্ ইত্যাদি।

আমাদের পেজে নতুন খবর পড়তে এখানে ক্লিক করুন...
 www.eduandjobs.com
TAREK JAMAN

আমি তারেক জামান, এই ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা। আমার এই সাইটে আপনাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় নোটিশ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নোটিশ এবং ৭ কলেজ নোটিশ প্রকাশ করে থাকি। নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ...

*

Post a Comment (0)
Previous Post Next Post